Wednesday, May 22, 2019

দাত ভাংগা জবাব দিলেন চেয়ারম্যান গফুর উদ্দিনকে জাতির প্রতিক মুজিব।

Channel R24tv
 

মা,মাতৃত্ব ও মানব সভ্যতা বিকাশের আবহমান ধারা নিয় অন্তত গফুর উদ্দীন চৌধুরীর মতো একজন জনপ্রতিনিধি যাঁর কথা ও কাজ থেকে জনগন নৈতিকতার শিক্ষা নেবে এমন কদর্য ও অশোভন মন্তব্য আশা করিনি।ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি ও সজ্জন হিসেবে জানি,নির্বাচনের মাইকিংয়ে ও ওনার চরিত্র ফুলের মতো পবিত্র বলে শুনেছি কিন্তু এ ধরণের সস্তা ও নিম্নমানের মন্তব্যের পর ওনার নামে অন্য কেউ এই আইডি ব্যাবহার করছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্ধিহান।

আমার দৃঢ় বিশ্বাস ওনার মতো ভদ্র মানুষ এতো নীচে নামতে পারেননা।যদি সত্যিই এই আইডির মালিক ওনি হয়ে থাকেন ওনার কাছে বিনীত অনুনয় থাকবে যেন সভ্য সমাজ বিনির্মানে ওনার পদবীর মর্যাদা ও দায়িত্বশীলতার প্রতি লক্ষ রেখে মন্তব্য করেন।কারন একটি সমাজ কতটা সভ্য ও সুশীল তা জানতে  সে সমাজের নেতারা দর্পনের ভূমিকা পালন করেন।যারা অন্যের মাকে সম্মান করতে পারেনা তাঁরা মূলত: নিজের মাকেও সম্মান করতে ব্যার্থ হন।

শুভ কামনা

No comments: